একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে পাংশা মডেল থানা পুলিশ। আসছে একের পর এক সাফল্য। চলতি মাসের শুরতেই মাদক উদ্ধার সহ মাদকের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করেছে থানাটি। এদিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলাও দায়ের করতে পারেনি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই থেকে পাংশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার সহ সাতজনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা দায়ের করে পুলিশ।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের সঙ্গে বাংলাদেশ পুলিশ কখনো আপস করে নাই, করবে না। মাদক ব্যবসায়ী বা মাদক কারবারী যেই হোক না কেন, আইনের আওতায় তাকে আসতেই হবে। চলতি মাসে পাংশা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করেছে।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলাও করে নাই। যদিও মাদকের বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।

(একে/এসপি/জুলাই ১৩, ২০২৪)