ঠাকুরগাঁওয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গোসল করতে গিয়ে সাদ ইসলাম ৮ নামের এক মাদ্রাসা ছাত্র পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সবদল হাট এলাকার সিঙ্গিয়া গ্রামে নিজ বাড়ির পাশে পুকুরে এই ঘটনা ঘটে। মৃত সাদ ওই ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান প্রথমে বাড়ির আশপাশে খোঁজখবর নিয়ে তার খোঁজ পাওয়া যায়নি এরপর বাড়ির পাশে একটি কালভার্টের পাশে পুকুর রয়েছে। যেটি বৃষ্টি হওয়ার কারণে ভর্তি হয়ে গেছে। সেখানে স্রোত ছিল বেশি।সেখানে পড়ে যায় সে।
এরপর ঘটনার স্থান থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটি ওই এলাকার একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
(এফআর/এসপি/জুলাই ১২, ২০২৪)