রিয়াজুল করিম, রাজবাড়ী : গোয়ালন্দে পৃথক দু'টি অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা ডিবি পুলিশ।

এ রিষয়ে রাজবাড়ী ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান ১১ জুলাই রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান; গোপন তথ্যের ভিত্তিতে, বুধবার (১০ জুলাই) রাত ৯.টার দিকে ডিবির এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজার এলাকায় জনৈক মোঃ হারেজ মোল্লার সাউন্ড সিস্টেম ও চা-পানের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে হেরোইন বিক্রয়কালে মাদক কারবারি মোঃ তন্ময় সরদার ওরফে আকাশ (৩০) নামের এক মাদক কারবারিকে ৪৫ পুরিয়া হেরোইনসহ আটক করে।

সে ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার পশ্চিম গোয়ালচামর গ্রামের মৃত হালিম সরদার ও জুলেখা বেগমের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে আরো ০৫ টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৪.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৪৫ হাজার টাকা।

এ ঘটনার বিষয়ে, আটক তন্ময় ওরফে আকাশের বিরুদ্ধে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

অপর অভিযান প্রসঙ্গে ডিবির ওসি জানান; এর পূর্বে একই দিন সন্ধ্যা পৌনে ৭.টার দিকে ডিবির এসআই মোঃ হাসানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দিরাজতুল্লা মৃধা পাড়ার মোঃ গফ্ফার মৃধার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হেরোইন বিক্রয় কালে মাদক কারবারি জহুরুল মৃধা (৩২) কে ৫৫ পুরিয়া হেরোইন সহ আটক করে। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৫.৫ গ্রাম, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা।

আটক জহুরুল মৃধা, গোয়ালন্দ উপজেলার দিরাজতুল্লা মৃধা পাড়ার সেকেন মৃধার ছেলে। এর বিরুদ্ধে ইতোপূর্বে আরো ০২ টি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায়, জহুরুল মৃধার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

(আরকে/এএস/জুলাই ১১, ২০২৪)