ফুলপুরের শিশু তামিমের অর্ধগলিত লাশ গাজীপুরে উদ্ধার
শফিকুল ইসলাম, ফুলপুর : গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের ৪ দিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে তামিম নামে সাড়ে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুলাই) দুপুরে বাড়ির পাশে কলাবাগানে অর্ধগলিত তামিমের লাশ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠান।
তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের নাজমুল হকের ছেলে। নিহতের বাবা শহরে ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন। এর আগে গত ৬ জুলাই বিকালে শিশু তামিম নিখোঁজের পর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়।
নিহতের স্বজনরা জানান, নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোনে তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা লাগবে বলে দাবি করে। পরে নিহতের বাবা অপহরণকারীর মুক্তিপনের দশ লাখ টাকা সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান। কিন্তুুু তখন অপহরণকারীর মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাশরাফ উদ্দিন।
(এসআই/এসপি/জুলাই ১১, ২০২৪)