ফুলপুরে বিয়ের ব্যতিক্রমী দাওয়াত, ফেইসবুকে ভাইরাল
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে কয়েকদিন যাবৎ একটি বিয়ের ব্যতিক্রমী দাওয়াতি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, উপজেলার চর কাজিয়াকান্দা গ্রামের মাংস বিক্রেতা সাইদুল ইসলাম তার ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদেরকে কোনো প্রকার উপহার বা টাকা প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধে জানিয়েছেন। বিষয়টি তিনি বিয়ের দাওয়াতি কার্ডের মাধ্যমে সকলকেই অবহিত করেছেন। বিয়ের দাওয়াতে ব্যতিক্রমী এ ঘটনায় সর্বমহলের প্রশংসায় ভাসছেন মাংস বিক্রেতা সাইদুল।
উল্লেখ্য যে, আগামী শনিবার (১৩ জুলাই) উপজেলার পয়ারী গ্রামের রইস উদ্দিনের কন্যা রুমেলা আক্তারের সাথে সাইদুল ইসলামের ছেলে শাকিলুর রহমানের বিয়ের বৌভাত অনুষ্ঠানটি সম্পন্ন হবে।
(এসআই/এসপি/জুলাই ১০, ২০২৪)