গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের ৩ আরোহী নিহত
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে ট্রাকচাপায় ২ ভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাছিরাবাদ (বগুড়া পাড়া) গ্রামের আছালত শেখের ছেলে নাহিদ শেখ (৩০) ও জাহিদ শেখ (১৬) এবং নাছিরাবাদ (পূর্বপাড়া) গ্রামের গুলান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারের পার্শ্বে নাছিরাবাদ নামক স্থানে বেলাল হোসেনের ইটভাটার নিকট গোবিন্দগঞ্জমুখী একটি দ্রুতগামী ট্রাকের (কুষ্টিয়া ট-১১-৩০৮৯) সাথে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা ২ সহোদরসহ ২ জন ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেয়ার পর আরও ১ জন মারা যায়। দূর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
(এসআরডি/এএস/জুলাই ১০, ২০২৪)