কানাডা নয় আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম উরুগুয়ে-কলম্বিয়া!
স্পোর্টস ডেস্ক : এবারের কোপা আমেরিকার পান্ডুলিপি যেনো আর্জেন্টিনার জন্যই লেখা হয়েছে। মনে হচ্ছে এ পান্ডুলিপির শেষ প্রান্তে লেখা হয়েছে লিওনেল মেসির বিজয়গাঁথা। তাই বলে মহাদেশীয় টুর্নামেন্টকে স্ক্রিপ্টেড বা প্রিপ্ল্যান্ড মনে করার সুযোগ নেই। কেননা স্বয়ং ভাগ্যদেবতা চাইছেন আর্জেন্টিনার হাতেই যেন ওঠে এবারের কোপা আমেরিকার শিরোপা।
বিগত বছরগুলোতে যে ধাচেঁর ফুটবল খেলেছে সেটার সঙ্গে তুলনা করলে এবারের খেলার ধরণকে মেলানো যাবে না। ছন্দহীন পারফরম্যান্সের কারণে সমালোচনার সম্মুখীন হচ্ছে স্কালোনির দল। এরপরেও আর্জেন্টিনা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
ট্রাইবেকারে মেসির পেনাল্টি মিস করার পরেও আর্জেন্টিনার কোন সমস্যা হয়নি। আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজ নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পেলেন। সেমিফাইনালে প্রতিপক্ষ কানাডাকে নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই আর্জেন্টিনার।
কেননা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারাতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনা। পরিসংখ্যানের বিচারের সহজে আর্জেন্টিনা ফাইনালে উঠে যাবে। এবারের কোপা আমেরিকার অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হবে উরুগুয়ে ও কলম্বিয়ার সেমিফাইনাল খেলা।
উরুগুয়ে ফাইনাল নিশ্চিত করতে পারলে আর্জেন্টিনার দুশ্চিন্তার কারণ থাকবে। কেননা উরুগুয়ে এবার দুর্দান্ত ছন্দে রয়েছে। ডারউইন নুনিয়েজ, ভালবার্দের মতো তারকা ফুটবলার আশা দেখাচ্ছে সমর্থকদের। তার থেকেও বড় কথা তাদের রনকৌশল সাজাবেন কোচদের কোচ মার্সিও বেলসিও। তবে কলম্বিয়া কাউকে সহজে ছেড়ে দেবে না। ২৭ ম্যাচ ধরে কলম্বিয়া অপরাজিত অবস্থায় রয়েছে। আর্জেন্টিনাকে টেক্কা দেয়ার জন্য উরুগুয়ে ও কলম্বিয়া বর্তমানে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন দল।
(এসএস/এসপি/জুলাই ০৮, ২০২৪)