দোহাজারীতে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
দোহাজারী প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত রবিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করেছেন দক্ষিণ চট্টগ্রামের প্রসিদ্ধ ও ঐতিহাসিক উপশহর দোহাজারী পৌরসভার সনাতন ধর্মাবলম্বীরা।
দোহাজারী শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। রথযাত্রা কমিটি-২০২৪ এর সভাপতি তুষার নাথ এবং সাধারণ সম্পাদক নিবাস বৈরাগীর পরিচালনায় ভোর ৬টা থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। বিপুল ভক্তমন্ডলীর সমাবেশে দিনব্যাপী চলে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজের উপবেশনায় পবিত্র শ্রীমদ্ভাগবত গীতাপাঠ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন-সহ নানা আয়োজন। স্বামীজিকে সঙ্গ দেন বিশিষ্ট গীতাপাঠক সমীরন নাথ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহোৎসব কমিটির সাবেক সভাপতি গোপাল নাথ বাবুল, পিন্টু প্রসাদ নাথ, বর্তমান কমিটির সহ-সভাপতি মানিক ধর, স্বপন বৈরাগী, সজল বৈরাগী, নেপাল নাথ, উজ্জ্বল চক্রবর্তী, লিংকন নাথ, তম্ময় নাথ-সহ আরও অনেকে। দুপুর ১টায় ভক্তমন্ডলীর উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং উপচে পড়া ভক্তদের ভীড়ের মধ্যে বিকেল ৪টায় শ্রী শ্রী দক্ষিণেশ^রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে মহাধুমধামের সাথে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
রথযাত্রার উম্মাদনায় ছোট-বড় প্রত্যেকেই মেতে ওঠেন। তারমধ্যেই এক পশলা বৃষ্টি যেন আরও পূর্ণতা এনে দেয় রথযাত্রায়। আর বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন রথযাত্রার আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ভক্তকুল। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মালম্বীদের মতে, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত অর্থ হলো বিশ্বে আর নাথ অর্থ হলো প্রভু বা ঈশ্বর। তাই জগন্নাথ হলেন জগতের প্রভু বা ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না এ ধরাধামে। এ বিশ্বাস থেকেই রথের ওপর বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেবের প্রতিমা রেখে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
(জিডি/এসপি/জুলাই ০৮, ২০২৪)