টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সুৃমন হালদার (৩৫) পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানা পুলিশ নিহত চেয়ারম্যানের চাচা সেকেনুর হালদার নামে একজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার বেলা ১- ৩০ মিনিটে উপজেলার পাচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে দুই প্রতিদ্বন্দ্বী স্থানীয় মনির দেওয়ান ৯ ভোট ও পাচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান পান ২ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার পরে স্কুলের মাঠে মিলেনুর রহমান ও মনির দেওয়ান গ্রুপের মধ্যে হট্টগোল বাধে। সভাপতি পদে ভোটে হেরে যাওয়া মিলেনুর রহমান জানান এ ঘটনায় নুর মোহাম্মদ হালদার সুমন হালদারকে দোষারোপ করে তেড়ে যায়। সুমন প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় নূর মোহাম্মদ পিস্তল বের করে জন সম্মুখে সুমনকে গুলি করে। বেলা ২টায় চেয়ারম্যান সুমন হালদারকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কত্বব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, অভিযোগের ভিত্তিতে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।এই ঘটনায় এলাকায় তথা টঙ্গিবাড়ী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
(এনডি/এসপি/জুলাই ০৭, ২০২৪)