মিরান মাতব্বর, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বিলভরা গ্রাম থেকে স্বর্ণা আক্তার (১৮) নামের এক যুবতীর গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খবর পাওয়া গেছে। মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। সে ওই গ্রামের শেখ কবীর হোসেনের কন্যা। সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল।

স্থানীয় এলাকাবাসী, ভাঙ্গা থানার পুলিশ,ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে নিহতকে নিজ কক্ষে গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করে। তার পরিবারের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বর্ণা আক্তার একজন গরিব পরিবারের মেয়ে। সে দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় জর্জরিত হয়ে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ছিল। তার বাবার সমর্থ্য ছিল না তাকে ভালো একজন ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে। স্বর্ণা আক্তার পেটের ব্যথায় এবং মানসিক সমস্যায় অতিষ্ঠ হয়ে আজ সকাল সাড়ে ১১ টায় তার নিজ রুমে কক্ষে আড়ার সঙ্গে গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে এস আই (নিঃ) গোলাম কিবরিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে অতিদ্রুত বিল ভরা গ্রাম থেকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল শেষে পরবর্তীতে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমএম/এসপি/জুলাই ০৭, ২০২৪)