রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজ রবিবার এই উৎসব ঘিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল সাড়ে সাতটায় শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাটি শহরে ব্রাহ্মণ কান্দা শ্রী অঙ্গন প্রদক্ষিণ শেষে আবার শ্রীধাম শ্রী অঙ্গনে ফিরে আসে। এরপর সকাল আটটার দিকে ‌ চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরের উদ্যোগে একটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রী অঙ্গনে এসে শেষ হয়। বেলা ১১ টায় গৌড় গোপাল আঙিনার উদ্যোগে অপর একটা রথ শহর প্রদক্ষিণ করে শ্রীধাম শ্রী অঙ্গনে এসে শেষ হয়। এসব রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বহু ভক্তব লোক অংশগ্রহণ করেন।

এছাড়া, বিকেলে ইসকনের উদ্যোগে একটি রথ ‌শহর প্রদক্ষিণ করার কথা রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইসকনের রথযাত্রার প্রস্তুতি চলছিল।

(আরআর/এসপি/জুলাই ০৭, ২০২৪)