নোয়াখালীর সুবর্ণচরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সার্বিক তত্বাবধানে আলহাজ খলিল উল্যাহ মিয়া কলেজের উদ্যোগে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা দেয়া হয়েছে। একইসঙ্গে ৪৮ জন রোগীকে ল্যান্সসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
শনিবার (৬ জুলাই) সকাল ১০ টায় আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজে এ চক্ষু রোগের চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথ।
নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মখছুদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার উত্তম মজমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, ইউপি সদস্য কামাল উদ্দিন, যুবলীগ নেতা সাকিল, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাসেল, তারেক মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চিকিৎসা ক্যাম্পে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান, ডাক্তার তাওহিদুল হক, ডাক্তার মকবু্ল হোসাইন, মো. মনির হোসেন চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় চরজব্বর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান হয়।
(এস/এসপি/জুলাই ০৬, ২০২৪)