বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভার এর ৯ম ত্রি-বার্ষিক কাউন্সিল আজ বুধবার পঞ্চগড় জেলা প্রশাসক এর দরবার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রোভার এর সভাপতি মো.জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে আগামী তিন বছরের জন্য জেলা রোভার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাদের (উডব্যাজার)।
কমিশনার হিসেবে পূর্ণবহাল রয়েছেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিনাজপুর শিক্ষা বোর্ডের নবাগত সচিব প্রফেসর মো.দেলওয়ার হোসেন প্রধান। ৫ জন সহ-সভাপতি, ৪ জন জেলা কমিশনার সহযোজিত সদস্য, ২ জন গ্রুপ কমিটি সভাপতি, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন ডিআরএসএল, ৭ জন সহকারি কমিশনার, ১ জন যুগ্ম সম্পাদক, ২ জন আরএসএল প্রতিনিধি, ৩ জন সদস্য, ২ জন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিসহ ৩১ সদস্য বিশিষ্ট একপূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কমিটির পদাধিকার বলে সভাপতি ও পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।
(আরএআর/এসপি/জুলাই ০৩, ২০২৪)