আনোয়ার হোসেন একজন জনবান্ধব পুলিশ অফিসার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ইনেসপেক্টর (তদন্ত) আনেয়ার হোসেন যোগদান করেছেন প্রায় এক বছর। তিনি যোগদানের পর পরই ময়মনসিংহ থেকে, মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করেন এবং বড় বড় মাদক ব্যাবসায়ী দের আটক করে আইনের হাতে তুলে দেন, এছাড়াও হাইজ্যাক, চুরি, এমনকি ডাকাতিও কঠোর হাতে দমন করেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সুতীঘ্ন দিকনির্দেশনা ও আনোয়ার হোসেন চৌকস বুদ্ধিদীপ্ত কৌশলে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধের উপক্রম প্রায়, এই সব ভালো কাজের সিকৃতিস্বরুপ তিনি পুলিশের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃক আইজিপি পুরস্কার প্রাপ্তি হন। এছাড়াও বিভাগীয় ও জেলা পুলিশ কর্তৃক শ্রেষ্ঠতম ইনেসপেক্টর (তদন্ত) হয়েছেন একাধিকবার। কুড়িয়েছেন জনগণের বিশ্বাস ও আস্থা। মানুষের মুখে মুখে জয়গান, বাংলাদেশ পুলিশের আইকন এবং গর্ব তিনি। পুলিশ যে জনগণের বন্ধু তার জলন্ত উদাহরণ এই পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলয় কর্মরত অনেকেই স্বীকার করেছেন আনোয়ারের মানবিকতা ও সেবা দেওয়ার নির্দেশন। তিনি এই থানায় যোগদানের পুর্বে ময়মনসিংহ ১ নং পুলিশ ফাড়ীর ইনচার্জ হিসেব কর্মরত থাকার সময় সবচেয়ে সফলতা দেখিয়েছিলেন গাঙ্গীনারপাড় হকার মুক্ত পরিবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন, যেখানে মাদকের আখড়া বলে পরিচিত সেই পতিতাপল্লি ছিল মাদক মুক্ত।
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সরাসরি বলেন, আমি সরকারী কর্মচারী। আমার দায়িত্ব জনগন তথা দেশ ও দেশের মানুষ ও সম্পদ রক্ষা করা। মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সিহ যে কোন অপরাধ নির্মূলে আমি সব সময় সোচ্চার। কোনো লোভ, লালসা, কিংবা ভয় ভীতিতে আৃি বিচলিত নই। অপরাধ ও অপরাধী সকলেই আমার কাছে ঘৃনিত। আমি যতদিন এই থানায় আছি কোনো অপরাধী পার পাবে না ইনশাআল্লাহ।
(এনআরকে/এসপি/জুলাই ০২, ২০২৪)