ভালুকায় নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্র গাজীপুরে উদ্ধার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ থেকে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে গাজীপুর থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে গাজীপুর চৌরাস্তার পাশে মা জেনারেলের স্টোর থেকে তাদের দু’জনকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার দুইজন হলেন- ভালুকা থানার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের পারভেজ মিয়ার ছেলে মাহির (১৩) ও পাগলা থানার রিশাব গ্রামের মোঃ সাইদুলের ছেলে সাকিন (১৫)।
এর আগে গত ২৮ জুন রাতে ভালুকা মডেল থানাধীন বনকুয়া এলাকার আল হেরা দারুলউলুম মাদ্রাসা থেকে নিখোঁজ হন ওই দুই ছাত্র। ৩০ জুন এ বিষয়ে ভালুকা মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন মাহির পিতা।
ভালুকা মডেল থানার ইনেসপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলল বলেন, জিডি মূলে তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের একটি চৌকস টিম অভিযানে নেমে মাদ্রাসা ছাত্রদের উদ্ধার করে। পরে কর্তৃপক্ষের আদেশ মোতাবেক তাদের আইনত অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
(এনআরকে/এসপি/জুলাই ০২, ২০২৪)