পঞ্চগড় স্টেডিয়ামে ৩ দিনের জমজমাট ফুটবল আসর
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আগামী ৩, ৪ ও ৫ জুলাই পরপর তিনচি হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) পঞ্চগড় সদর উপজেলা পর্যায়ে ফাইনাল ম্যাচ।
এই ম্যাচে প্রতিদ্ধন্দ্বিতা করবে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম ধাক্কামারা ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ৪ জুলাই মাঠে নামে প্রমিলা দল, এই প্রীতি ম্যাচে লড়াই হবে পঞ্চগড় বনাম জয়পুরহাট প্রমিলাদলের। ৫ জুলাই অনুষ্ঠিত হবে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পর্ব। মাঠে লড়বে এসএফসিএ টু-স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা বনাম রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।
রংপুর ও রাজশাহী বিভাগের মোট ৮টি দল নিয়ে পরিচালিত এই আসরের ১১ জুন উদ্বোধন করেছিলেন টুর্নামেন্ট সভাপতি, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম। কাপের দু'টি সেমিফাইনালে যে চারটি দল পরস্পর মুখোমুখি হবার গৌরব অর্জন করে এরা হলো, রাজশাহী কিশোর ফুটবল একাডেমি, এসএফসিএ-টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা, বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও এসআরএফসি রাণীশংকৈল ঠাকুরগাঁও।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় সাবেক রেফারি ভূবন মোহন তরফদার। সহযোগী রেফারি হিসেবে রয়েছেন যথাক্রমে রওশন কবির, গোবিন্দ রায় ও টিআই সামি। প্রতিদিনের খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলামের নেতৃত্বধীন তিন সদস্যের এক শক্তিশালী পর্যবেক্ষক দল। ধারা বর্ণনায় রয়েছেন যথাক্রমে ভাষ্যকার খোরশেদ রায়হান ও রবিউল ইসলাম।
(আরএআর/এসপি/জুলাই ০২, ২০২৪)