ফুলপুরে পৌরসভার রাস্তায় হাঁটু পানি, ভোগান্তিতে মানুষ
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে একদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর শহরের বেশীর ভাগ রাস্তাঘাট।
আজ মঙ্গলবার টানাবৃষ্টিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গরুর হাট ও খাদ্য গুদামসহ রাস্তায় জমেছে হাটু পানি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্বেও ফুলপুর শহরে পরিকল্পিত ও পর্যাপ্ত পরিমান ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন।
পৌরসভার আমুয়াকান্দা লেদু সরকার বাড়ী রোড, বাগান বাড়ী রোড, বিলপাড় রোড, শিববাড়ী রোড, নূর আলী রোড, ঋষিপাড়া রোডসহ অনেক রোডেই অথৈ পানি। চরম বিপাকে পড়েছেন পৌরসভার ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি বিল সংলগ্ন এলাকার হাজারো মানুষ। পৌর শহরের বিভিন্ন বাসা-বাড়ির ওঠোনে হাঁটু পানি। অনেকের রান্নাঘর, গোয়ালঘর, বাড়ির উনুন ও বসত ঘরেও হাঁটু পানি। বিল সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট।
(এসআই/এসপি/জুলাই ০২, ২০২৪)