গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলায় র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
আজ রবিবার দুপুরে জেলার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট গাইবান্ধার ব্যানারে সাহেবগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের জেলা আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা নেতা মৃণার কান্তি, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী প্রমুখ।
সমাবেশে ২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে নিহত তিন সাঁওতাল হত্যার বিচার দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও সাঁওতালরা অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ-লুটতরাজ ও তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার আজও করতে পারেনি সরকার।এসময় তারা রংপুর চিনিকলে দেওয়া তাদের বাবা-দাদার সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানান।
বক্তরা আরো বলেন, ‘বাবা-দাদার সম্পত্তি ফেরত পাওয়ার আন্দোলনে ২০১৬ সালে আমাদের তিন জন সাঁওতাল নিহত হয়েছেন। কিন্তু, আজও আমরা তার বিচার পাচ্ছি না।’ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(আরআই/এসপি/জুন ৩০, ২০২৪)