ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে শুরু হয়ে রাতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক শামীম জানান, ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আমি চেষ্টা করবো এবং আপনারাও চেষ্টা করবেন যাতে জনগণকে সেবা দিতে পারি। মালিক সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান, শ্রমিকরা যেন কোন হয়রানির শিকার না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং আমি বিশ্বাস করি সমগ্র ময়মনসিংহ বিভাগের মালিক ও শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। মালিক ও শ্রমিকদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মালিক সমিতির নেতৃবৃন্দের নেতৃত্বে এগিয়ে নিতে চাই।
এ সময় মালিক সমিতির মহাসচীব মোঃ মাহাবুবুর রহমান, কোচ বিভাগের সাধারণ সম্পাদক বিকাশ রায় সহ অন্যান্য নেত্রীবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন। প্রতিটি উপজেলা থেকে মালিক সমিতির বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ এই পুর্নমিলনে যোগদান করেন।
(এনআরকে/এসপি/জুন ৩০, ২০২৪)