রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষকের মৃত্যু
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাট ফাজিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ শামসুল হক (৩৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার চাপারহাট বালাপাড়া (পানি খাওয়া) গ্রামে নিজ বাসভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুল হক (৩৫) মৃত্যু বরণ করেন।
তৃতীয় গণ বিজ্ঞপ্তিতে প্রভাষক (ইংরেজি) পদে সুপারিশ প্রাপ্ত হয়ে গত ২৫ জানুয়ারি ২০২২ খ্রি.তারিখে রাজারহাট ফাজিল মাদরাসায় যোগদান করে ফেব্রুয়ারি মাসে এমপিওভূক্ত হন। তার পিতার নাম মোঃ বদিউজ্জামান ও মাতার নাম মোছাঃ ছালেহা বেগম। মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুর খবর রাজারহাট এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাদরাসার শত শত শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকে কান্না ভেঙ্গে পড়েন।
(পিএমএস/এএস/জুন ২৮, ২০২৪)