নাটোরে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামী পলাতক
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। জানা যায়, ঝগড়ার জের ধরে স্বামী আসমত আলী তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে ৮ বছরের একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে পালিয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান এই হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। বৃহস্পতিবার সকালে স্বামী আসমত আলী ফোন করে তার ভাতিজা আনোয়ারকে তাদের বাড়িতে আসতে বলেন। পরে ভাতিজা আনোয়ার বাড়িতে এসে ঘরের মেঝেতে গৃহবধূ'র গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে আশপাশের মানুষ বাড়িতে এসে বিষয়টি পুলিশকে জানান। এ ঘটনার পর থেকেই তাদের ৮ বছরের সন্তান নিয়ে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন।
(এডিকে/এসপি/জুন ২৮, ২০২৪)