নবীনগরে ত্যাগী নেতাদের সমন্বয়ে শিগগীরই আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় খুব শিগগীরই ত্যাগী নেতাদের সমন্বয়ে উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে সকলকে রাখা হয়তো হয়তো সম্ভব হবে না। তবে অবশ্যই ত্যাগী নেতাদের গুরুত্ব দেয়া হবে। এক্ষেত্রে কে আমার পক্ষে কে আমার বিপক্ষে সেটি বিবেচনায় আনবো না। নতুন কমিটিতে আওয়ামীলীগের সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতারাই মূল্যায়িত হবেন।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল এক আলোচনা সভায় 'প্রধান অতিথি'র বক্তব্য প্রদানকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি সুস্পষ্টভাবে এ কথাগুলো বলেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী জজির উদ্তিন চৌধুরী শাহান।
আলোচনা সভার পৃর্বে দলের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি'র নেতৃত্ব একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগের শত শত নেতা কর্মী সমর্থকদেরকে বাদ্যের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। শোভাযাত্রাটি ডাক বাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি ফয়জুর রহমানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল এমপি আরও বলেন, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের মধ্য দিয়ে দ্রুত একটি শক্তিশালী আওয়ামীলীগের পূনাঙ্গ কমিটি গঠন করার পর সাংগঠনিক কাঠামোকে গতিশীল করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থাকা কমিটিগুলোকে নতুন করে দলের ত্যাগী ও আদর্শিক নেতাদের সমন্বয়ে সাজানো হবে। সে লক্ষে আমি নিজে শিগগীরই দলের শীর্ষ নেতাতের সঙ্গে নিয়ে প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক সমাবেশ করবো।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মেয়র এড.শিব শংকর দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ , আওয়ামীলীগ নেতা এড সুজিত কুমার দেব ,ইয়াবের হাসান জামিল,চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, অধ্যাপক নুরুন্নাহার বেগম, আবদুর রউফ চেয়ারম্যান, ,পিন্টু ভদ্র, ভিপি আবদুর ররহমান, মাহমুদা আক্তার শিউলি,প্রবীর ভট্টাচার্য, সাংবাদিক জহির রায়হান, মাহাবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, চেয়ারম্যান সামসুজ্জামামান মাসুম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, আলমগীর হোসেন শিপন, হাবিবুর রহমান হাবিব, শামস আলম, সালাউদ্দিন বাবু, খলিলুর রহমান,আব্দুল্লাহ আল রোমান,আব্দুল্লা আল মামুন, আবদুল্লাহ আল তুষার প্রমুখ ।
পরে বিকেলে শিবপুরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজের এসএসসি পরীক্ষার্থীদের একটি চমৎকার ও নান্দনিক আয়োজনে অনুষ্ঠিত বিশাল এক বিদায় অনুষ্ঠানে যোগ দেন ফয়জুর রহমান বাদল এমপি।
(জিডিএ/এএস/জুন ২৭, ২০২৪)