রংপুরে পৃথক স্থানে পানিতে ডুবে ৫শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার : রংপুরে একই দিনে পৃথক স্থানে নদী ও ডুকুরে ডুবে ৫ জন শিশু মারা গেছে। এরমধ্যে আপন ২ বোন এবং চাচাতো-জ্যাঠাতো ভাইবোন আছে। এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
ফায়ার সার্ভিস জানায়, রংপুর হানগরীর ভূরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসলে নেমে মারা গেছে দুই শিশু। তারা একে অপরের চাচাতো জ্যাঠাতো ভাই বোন। এই ঘটনায় জীবিত একজনকে উদ্ধার করা হয়। বুধবার (২৬ জুন) বিকেলে নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত আরশি বেগ (১১) ষষ্ঠ ও মুরসালিন আহমেদ জিম (৭) প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তারা একে অপরের চাচাতো ও জ্যাঠাতো ভাইবোন। তারা দু'জনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আরশি স্থানীয় আনিসুল ইসলামের কণ্যা ও জিম পিতার রতন মিয়া পুত্র।
ফায়ার সার্ভিসের রংপুর স্টেশন ডুবুরি দলের প্রধান আতাউর রহমান জানান, খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। দুটি শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। আরেকজন শিশু সুস্থ আছেন। পরিবারের অজান্তে নদীতে গোসল করতে নেমে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে একই ঘাঘট নদীতে গোসল করতে নেমে মারা যায় আয়েশা ও আয়াত নামের দুই শিশু। তারা আপন বোন। এছাড়াও একই উপজেলার বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা কুকারপাড়ায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মিফতাহুল জান্নাত নামের আরেক শিশু। এসব ঘটনায় এলাকাগুলো শোকের ছায়া নেমে এসেছে।
(ওএস/এএস/জুন ২৭, ২০২৪)