‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো’
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : দলীয় নেতাকর্মী ও স্বতঃস্ফূত জনতার ভালোবাসায় সিক্ত হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম। জনতার ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মতো বহুল কাঙ্ক্ষিত সেই চেয়ারে বসে প্রথম কর্মদিবস শুরু করলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
বুধবার (২৬ জুন) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের কার্যালয়ে প্রথম কর্মদিবস শুরু করার পূর্বে উপজেলার নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরীসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বলেন, সোনারগাঁয়ের মানুষ সকল ষড়যন্ত্র, ভয়ভীতি ও বিপুল টাকা কে উপেক্ষা করে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। আজ আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে সোনারগাঁয়ের উন্নয়নে একযোগে কাজ করে যাবো ইনশআল্লাহ। তিনি উপজেলা চত্বরে বৃক্ষ রোপন শেষে আনুষ্ঠানিকভাবে তিনি উপজেলা চেয়ারম্যানের আসনে বসেন। নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের প্রথম কর্মদিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলা পরিষদের বাহিরে হাজার হাজার উৎসুক নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা থেকে উপজেলা চত্বর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দু'পাশে দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, ফুল ছিটিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ভালোবাসায় সিক্ত করেন।
একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করেন সোনারগাঁ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী। এর আগে গত সোমবার (২৪ জুন) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম,ভাইস-চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস-চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরীসহ অন্যান্য এলাকায় নির্বাচিতদের একযোগে শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। শপথ গ্রহণের পর একই বিকালে নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সোনারগাঁ রয়েল রিসোর্টে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় তিনি সোনারগাঁ বাসীর উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৮৩ হাজার ৮৬৮ পেয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান কালাম। তালা প্রতীক নিয়ে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে ভাইস- চেয়ারম্যান পদে মাছুম চৌধুরী ও ফুটবল প্রতীক নিয়ে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী।
(এসবি/এসপি/জুন ২৬, ২০২৪)