রাজৈরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র ্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
আওয়ামী লীগের রাজৈর শাখার আহ্বায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে রাজৈর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাজৈর উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ পুষ্পস্তবক অর্পণ করে। এরপর রাজৈর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালী রাজৈর উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে রাজৈর বেপারীপাড়াস্ত আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার সামনে এসে শেষ হয়।
র ্যালী প্রদক্ষিণ শেষে রাজৈর উপজেলা শাখার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা শাখার আওয়ামীলীগের আহবায়ক ও রাজৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন সাহা, যুগ্ম আহবায়ক ও স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, যুগ্ম আহবায়ক হায়দার গাজী, যুগ্ম আহবায়ক ও নারী নেত্রী ফরিদা হাসান পল্লবী। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হবে।
(বিডি/এসপি/জুন ২৪ ২০২৪)