কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত হয়েছে। এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় বরুড়া উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। বরুড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম। এসময় উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ এন এম মইনুল ইসলাম বলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির স্বতন্ত্র জাতি-রাষ্ট্র ও আত্মপরিচয় প্রতিষ্ঠার সুমহান ঐতিহ্যের প্রতীক।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শতবর্ষ পূর্ণ করে সগৌরবে প্লাটিনাম জয়ন্তী পালন করুক, এটাই আমাদের একান্ত কামনা। সেদিন হয়তো আমাদের অনেকেই এ পৃথিবীতে থাকবে না। কিন্তু আমাদের শুভেচ্ছা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরও থেকে যাবে মহান এই রাজনৈতিক দলটির সঙ্গেই।
আলোচনাসভা শেষে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত।
(এএএম/এসপি/জুন ২৪ ২০২৪)