‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ ইতিহাস, সৃষ্টিলগ্ন থেকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ে তুলছে, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা মনে করেছিল বাংলাদেশকে নিশ্চিহ্ন করা যাবে সে ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে ৮১ সালে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে। অনেক ঘাত-প্রতিঘাত, জেল-জুলুম, হত্যা সহ্য করে অপশক্তিকে রুখে দিয়ে, স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দিয়ে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তরের কাজ করছেন। আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, এই আদর্শ ধারণ করে আমরা আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ বঙ্গবন্ধুর আদর্শে।’
এই ঐক্যকে ধরে রেখে জননেত্রী শেখ হাসিনার আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রতিটি নেতা-কর্মীদের আহবান জানানোর মধ্য দিয়ে নীলফামারীতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেছে। সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ প্রামাণিক মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু।
আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সোমবার নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সন্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
(ওআরকে/এএস/জুন ২৩, ২০২৪)