আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর হাসপাতালে ডায়রিয়ার স্যালাইন সংকটে সাধারণ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা না থাকায় রোগীদের হাসপাতালের মেঝে ও বারান্দায় বসেই চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন জানান, ডায়রিয়ার স্যালাইন সিভিল সার্জনের কাছে ধার চেয়েও তারা পাননি।
সূত্র মতে, গ্রীস্মের তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বরিশালে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, ফেব্রুয়ারির চেয়ে চলতি মাসে তিন গুণ ও মার্চের চেয়ে দ্বিগুণ ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মার্চে এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিলো সাড়ে ৪’শ।
ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ সোনিয়া বেগম জানান, মার্চের চেয়ে এপ্রিল মাসের রোগীর সংখ্যা আরো বেশি। তিনি আরো জানান, এ হাসপাতালে ১২ বছরের উর্ধ্বে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়। ১’শ শয্যার এ হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য মাত্র চারটি বেড বরাদ্দ রয়েছে। তারপরেও ডায়রিয়ার রোগীদের সংখ্যা বাড়তে থাকায় তিনি বাড়তি ১০টি বেড যুক্ত করেছেন। বেডের তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেই রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ওয়ার্ড ইনচার্জ আরো জানান, ডায়রিয়ার স্যালাইন সংকটের কারণে যে রোগীর চার হাজার প্রয়োজন তাকে কিছুটা কমিয়ে অন্য রোগীদের দেয়া হয়। নতুবা অবস্থা সম্পন্ন রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলা হচ্ছে। শুধু ডায়রিয়ার স্যালাইনই নয়; পর্যাপ্ত সাপ্লাই নেই খাবার স্যালাইনেরও। প্রতিদিন এ হাসপাতালে গড়ে ডায়রিয়ায় আক্রান্ত ১৪ থেকে ১৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন।
(টিবি/এএস/মে ০২, ২০১৪)