পঞ্চগড় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রথম সেমিফাইনালে গাইবান্ধার জয়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ১-০ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনালে পর্বের গ্রীণ কার্ড ঘরে তুলেছে এসএফসিএ টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা। এই দিনের খেলায় ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছেন বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি খেলোয়াড় সৈকত আলী। তাঁকে ম্যান অব দা ম্যাচ অনার ক্রেস্ট প্রদান করেন টুর্নামেন্টের আহবায়ক পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ।
দ্বিতীয় সেমিফাইনাল ২১ জুন শুক্রবারে মুখোমুখি হবে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম এসআরএফসি রাণী শংকৈল ঠাকুরগাঁও। উল্লেখ্য আগামী ২৮ জুন চূড়ান্ত পর্বের খেলা হবার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ৫ জুলাই শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। গত ১১ জুন এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও টুর্নামেন্ট সভাপতি মো. জহুরুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩-২ গোলে জয়পুরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। ১২ জুন দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুরকে হারিয়ে বিজয়ী হয়েছে এসএফসিএ-টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা। ১৩ জুন তৃতীয় ম্যাচে ১-০ গোলে স্যান্টোস ক্লাব রংপুরকে পরাজিত করে বিজয় লাভ করে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি। ১৪ জুন টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে এসআরএফসি রাণীশংকৈল ঠাকুরগাঁও ৩-১ গোলে কুষ্টিয়া জেলাদলকে পরাজিত করে বিজয়ী হয়। প্রতিটি ম্যাচের মধ্যমাঠ পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় সাবেক রেফারি ভূবন মোহন তরফদার। সহযোগী রেফারি হিসেবে রয়েছেন রওশন কবির, গোবিন্দ রায় ও টিআই সামি। প্রতিদিনের খেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচনের দায়িত্ব পালন করেছেন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম ও তাঁর মনোনীত দুই ক্রীড়া ব্যক্তিত্ব। খেলার ধারা বর্ণনায় রয়েছেন ভাষ্যকার খোরশেদ রায়হান।
(আরএআর/এসপি/জুন ২০, ২০২৪)