ফরিদপুরে ডিবি পুলিশের ওপর হামলা মামলায় দুই ছাত্রলীগ নেতার জামিন
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারিতে সরকারি কাজে বাধা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা করে মারপিট এবং আহত করার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই উপজেলা ছাত্রলীগ নেতার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ জুন) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের আট নম্বর আমলী আদালত (বোয়ালমারি আদালত) এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই জামিনের শুনানি হয়। শুনানি শেষে ওই দুই ছাত্রলীগ নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দর বিশ্বাস।
জামিন পাওয়া ওই দুই ছাত্রলীগনেতা হলেন- বোয়ালমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল (৩১) এবং সহ সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনি (৩০)। এরা দু’জন বোয়ালমারি উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এলাকার বাসিন্দা।
এর আগে গত ১৩ জুন ওই একই আদালত এই দুই ছাত্রলীগনেতার জামিনের আবেদন নাকচ করেছিলেন।
এ মামলার আসামি পক্ষের আইনজীবী এ্যাড. জাহিদ বেপারি জানান, দুই ছাত্রলীগনেতার জামিনের শুনানি বুধবার দুপুর পৌনে ১২টায় আট নম্বর আমলী আদালতে অনুষ্ঠিত হয়। জামিনের শুনানী শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন। এ মামলার পরবর্তি তারিখ ধার্য্য করা হয়েছে আগামী ৮ জুলাই।
উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যায় বোয়ালমারি বাজারের স্টেশন রোডে নাট মন্দিরের সামনে মোটরসাইকেলের হর্ণ বাজানোকে কেন্দ্র করে ডিবি পুলিশের এক কনস্টেবলের সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগনেতা ও ডিবি পুলিশের সাথে মারামারি হলে কনস্টেবল মির্জা গোলাম গাউস আহত হন।
এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. হান্নান বাদি হয়ে বোয়ালমারি থানায় ওইদিন (৯ জুন, রবিবার) দিবাগত রাতেই উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতির নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা এবং হত্যার উদ্দেশ্যে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে একটি মামলাদায়ের করেন। এ মামলায় গত রবিবার (৯ জুন) রাতেই গ্রেপ্তার করা হয় বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা আলী ওরফে তমাল এবং সহ সভাপতি আরিফুল ইসলাম ওরফে রনিকে।
এদিকে ওই ছাত্রলীগনেতাদ্বয় জামিনে মুক্তি পেয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/জুন ২০, ২০২৪)