মহম্মদপুরে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি একটি সামাজিক সংগঠনের আয়োজনে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে সংগঠনের লাইব্রেরী কক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি'র সভাপতি মোঃ আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু জাফর মোল্লা, কার্যনির্বাহী কমিটির সদস্য, মোঃ মোস্তাক আহমেদ, ডাঃ জাহিদুল ইসলাম, মোঃ আলীকদর, শাহীন মোল্লাসহ সংগঠনের সদস্যবৃন্দ। এছাড়া ১৯ জুন সকালে এ সংগঠন নহাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
(বিএস/এসপি/জুন ১৯, ২০২৪)