মাগুরায় রাবি-রামেক-রুয়েট ছাত্র-ছাত্রীদের মিলন মেলা
মাগুরা প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাগুরার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে মিলন মেলা, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের ভায়না মোড় ঘুরে আছাদুজ্জামান মিলনাতনে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। বক্তব্য রাখেন সাবেক সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখর, সাবেক সচিব আকরাম আল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব এনায়েত হোসেন, রাকসু'র সাবেক জি,এস এ্যাড. আহম্মেদ হোসেন, কর্নেল অবঃ শরীফ উদ্দিন, মুন্সী মোঃ ছাদুল্লাহ ও প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম।
ৎঅনুষ্ঠানে সভাপত্বি করেন আশরাফুল ইসলাম স্বপন ও সঞ্চালনা করেন মাজহারুল হক লিপু ও আরিফুল ইসলাম।এরপর শুরু হয় স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ মিলন মেলায় তিন শতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
(টিবি/এসপি/জুন ১৯, ২০২৪)