ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে বিশিষ্ট শিক্ষাবিদ সদ্য প্রয়াত ডঃ ডালেম চন্দ্র বর্মনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে কালিয়াকৈর গোলাম নবী মডেল হাই স্কুলের হল রুমে ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটির উদ্যোগে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের সাবেক

অধ্যাপক ডাঃ এনায়েত করিমের সভাপতিত্বে এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আশা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মনের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক নুর আহমদ, ভার্সিটি সার্কেল কালিয়াকৈর সোসাইটির সভাপতি ডাঃ ফারুক আহমেদ রিপন, ডাঃ শামীম আহমেদ, এডভোকেট দেওয়ান আবুল কাশেম, সিকদার জহিরুল ইসলাম জয়, কৃষিবিদ আব্দুর রাজ্জাক, মোঃ আলমগীর হোসেন ও মুকুল হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

(আইএস/এসপি/জুন ১৯, ২০২৪)