ফুলপুরে ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন পুকুরের পানিতে ডুবে নোমান মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার রুপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, পরিবারের লোকজন পশু কোরবানির কাজে ব্যস্ত থাকার সময় শিশু নোমান বসতবাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলা করছিল। পরে হঠাৎ নোমানকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে তারা শিশু নোমানের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখেন। ঈদের দিনে এ ধরনের দুর্ঘটনায় নোমানের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এসআই/এসপি/জুন ১৮ ২০২৪)