ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘মানুষের মনের ভেতরের সৌন্দর্য সারা জীবন থাকবে, বাহ্যিক সৌন্দর্য বেশিদিন থাকে না। মানুষের এই সুন্দর মনটাই আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমরা সম্মিলিতভাবেই এই সুন্দর মনটাই গড়ে তোলার চেষ্টা করছি।’

আজ রবিবার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভিশন ৪১ আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর শিশু ও কিশোরদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন।

একটি ত্রৈ-মাসিক পত্রিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদুজ্জামান নূর। শিশুদের লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশিত হবে। শুধু ছড়া, কবিতা নয়, এখানে গল্প ও ভ্রমণ কাহিনীও লিখবে শিশুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়ে।

(ওকে/এসপি/জুন ১৬, ২০২৪)