নড়াইলে দুই পক্ষের সংঘের্ষ ২ জন গুলিবিদ্ধ, ৮ বাড়ি ভাঙচুর
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের দুইজন গুলিবিদ্ধ সহ ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষে ৮টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাঐসোনা ইউনিয়নের উকিল শেখ ও হাসমত শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিল। কিছুদিন আগে উকিল শেখের লোকদের মারপিট করে হাসমত শেখের লোকেরা। এর প্রতিশোধ নিতে উকিল শেখের লোকেরা শুক্রবার রাতে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করে এবং ১৫ রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় হাসমত শেখের ছেলে তুহিন শেখ (৩৮) ও বাচ্চু সর্দারের ছেলে তৌহিদুল সর্দার (৪৪) নামে দুজন গুলিবিদ্ধ হয়। আরো দুইজন আহত হয়। আহত দুজন হলেন- সাহিদ শেখ (৪৫) ও নওশের শেখ (৪২)। গুলিবিদ্ধসহ আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আজ শনিবার সকালে প্রতিপক্ষরা আরো ৪টি বাড়ি ভাংচুর করে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াগাতি থানার ওসি মুস্তাফিজুর রহমান গুলিবিদ্ধ ও বাড়ি ভাংচুরের ঘটনা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
(আরএম/এসপি/জুন ১৫, ২০২৪)