ধামরাইয়ে রথ কমিটির নেতাদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঐতিহাসিক দেশ খ্যাত ধামরাইয়ের চার শত বরের পুরোনো রথ ও মাস ব্যাপী মেলা শুরু হবে ৭ জুলাই। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আসন্ন রথ ও মাস ব্যাপী মেলা উৎসব পালন উপলক্ষে মাধব মন্দির ও রথ কমিটির নের্তৃবৃন্দদের নিয়ে আইন শৃংখলা সভা অনুষ্ঠিাত হয়েছে।
পুলিশ প্রশাসন, সকল সরকারী কর্মকর্তা ,উপজেলা পুজা উদযাপন পরিষদ,স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নের্তৃবৃন্দ,স্থানীয় বিশিষ্ট জনদের নিয়ে রথ উৎসব নিয়ে এই আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
রথ উৎসবকে কেন্দ্র করে এক আইন শৃংখলা বিষয়ে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোমাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিণ্ট্রেট প্রশান্ত বৈদ্য, ধামরাই থানা ওসি (তদন্ত) মোঃ মোমেন। আরো বক্তব্য রাখেন ধামরাই রথ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন। আরো উপস্থিত ছিলেন পুজারী প্রদীপ মজুমদার, হারাধন চক্রবর্তী , ধামরাই সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শমাহাবুদ্দিন সহ ধামরাই উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতি বছরের মত এবারো ধামরাইয়ে দেশখ্যাত রথ উৎসব নিবিঘ্নে পালন বিষয়ে প্রশাসনিক সার্বিক বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যাক্তিবর্গ তাদের গঠনমুলক বক্তব্য তুলে ধরেন এ সভায়।
ধামরাই রথ কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বলেন এবার রথের উৎসবে মন্ত্রি পরিষদেরসদস্য সহদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন।
ধামরাই থানার ওসি বলেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।এতে সকলের সহযোগিতা চান।
নন্দ গোপাল সেন বলেন ইতি মধ্যে যে পথে রথ টানা হবে, সেই পথটির দুপাশে ড্রেনের কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সংস্কার কাজ শুরু এক পাশে শেষ করে রথ উৎসবের সময় বন্ধ রাখতে হবে উন্নয়ন কাজ।।তা না হলে রথ উৎসব পালন থমকে যেতে পারে।তবে পৌর কর্তৃপক্ষ যোগাযোগের ক্ষেত্রে রথের আগেই সুব্যবস্থা গ্রহন করার কথা বলেছেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোমাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন আইন শৃংখলা বিষয়ে সব ধরনের নিরাপত্তা ও নজরদারী বিষয়ে প্রদক্ষেপ গ্রহন করা হবে। প্রতি বছরের মত এবারে রথ উৎসব শান্তিপূর্ণ ও জমজমাট হবেন বলে আশা প্রকাশ করেন।। তিনি আরো বলেণ যে কোনো ধরনের প্রযোজন হলে যোগাযোগ করতে নের্তৃবৃন্দদের প্রতি আহ্বান জানান। আমরা সকলে মিলে এরথ উৎসব উপভোগ করবো।
(ডিসিপি/এএস/জুন ১৪, ২০২৪)