শিবচরে এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেলো আহমদ বেপারীর
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় আহমদ বেপারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন আহমদ বেপারী। এসময় ঢাকাগামী অজ্ঞাত পরিবহণের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত আহমদ বেপারী শিবচর উপজেলার বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মহাসড়ক পার হয়ে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন তিনি। এসময় কোন পরিবহণ চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
(এএসএ/এসপি/জুন ১৩, ২০২৪)