স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে ৬০ লাখ ৭১ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। এবার এক লাখ ৯ হাজার জন শিক্ষার্থী বেশি উপবৃত্তি পাচ্ছে।

অর্থের অংকেও বাড়ছে প্রায় ২২৮ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা। চলতি জুনেই উপবৃত্তির এ টাকা বিতরণ করা হবে।

মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২২-২৩ অর্থবছরে ৫৯ লাখ ৬২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ২ হাজার ৫৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৭২০ টাকা বিতরণ করা হয়। চলতি অর্থবছরে এখনো টাকা বিতরণ করা হয়নি। চলতি জুন মাসে ৬০ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর বিপরীতে উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ২ হাজার ২৮৬ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হবে।

(ওএস/এএস/জুন ১১, ২০২৪)