পঞ্চগড় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে রাজশাহীর জয়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম বিজয় ঘরে তুলেছে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি।
খেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি মো.জহুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোল্ডকাপ পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো.আনোয়ার সাদা'ত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ প্রধান শুভ, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, সাবেক পৌরমেয়র তৌহিদুল ইসলামসহ জেলার সর্বস্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক ব্যক্তিবর্গরা।
৮টি জেলার দক্ষ দল নিয়ে আয়োজিত, জেলাক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের মধ্যমাঠ পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনপ্রিয় সাবেক রেফারি ভূবন মোহন তরফদার। সহযোগী রেফারি হিসেবে ছিলেন গোবিন্দ রায় ও রওশন কবির। ভরাট কন্ঠে খেলার ধারা বর্ণনায় দর্শক মাতিয়েছে ভাষ্যকার খোরশেদ রায়হান।
১২ জুন বুধবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর বনাম এসএফ সি এ টু স্টার ফুটবল একাডেমি গাইবান্ধা, ১৩ জুন বৃহস্পতিবার মুখোমুখি হবে রংপুর স্যান্টোস ক্লাব বনাম বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি, ১৪ জুন শুক্রবার মাঠ কাঁপাবে এস আর এফ সি রাণী শংকৈল-ঠাকুরগাঁও বনাম কুষ্টিয়া জেলাদল। ২০ জুন বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল ২১ জুন শুক্রবার। এর একসপ্তাহ পর ২৮ জুন শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
(আরএআর/এসপি/জুন ১১, ২০২৪)