শৈলকুপায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (ইরেসপো) ২য় পর্যায়ের স্কুলগামী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শেখপাড়া রাহাতননেছা গার্লস স্কুল এন্ড কলেজে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় ১০০ জন কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণসহ সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ঝিনাইদহের উপ-পরিচালক মোক্তার হোসেন, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেলী ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল হাসান ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনায়েতুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, কিশোরদের স্বাস্থ্য উপকরণ বিতরণ শেষে কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
(এসআই/এসপি/জুন ১১, ২০২৪)