মাগুরায় ঘুড়ি উৎসব প্রতিযোগিতা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদর উপজেলার ১১ নং-বেরইল-পলিতা ইউনিয়নের চেঙ্গার ডাঙ্গা গ্রামে গত রবিবার বিকালে ঘুড়ি উৎসব প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ। চেঙ্গার ডাঙ্গা সুখদে বীলে বিভিন্ন এলাকা থেকে ১৫টি গ্রামের চারটি পর্বে অর্ধশতাধিক নানান রঙের ঘুড়ি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার মানুষকে আনন্দ দিতে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
এ বিষয়ে চেঙ্গার ডাঙ্গা গ্রামের বাসিন্দা সৌরভ বিশ্বাস জানায়, ঘুড়ি উৎসব প্রতিযোগিতা দেখতে গ্রামের নারী পুরুষ ও ঘুড়ি প্রেমীদের উপস্থিতি ছিল দৃষ্টিনন্দিত।
সবশেষে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেরইল-পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী তৌহিদুর জ্জামান বাবু।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য প্রদ্যুৎ কুমার বিশ্বাস, মোঃ জহুর মোল্লা, কুচিয়া মোড়া ইউনিয়নের ইউপি সদস্য বাবলু মোল্লা, কার্তিক বিশ্বাস সহ-অন্যরা।
(বিএস/এসপি/জুন ১০, ২০২৪)