মহম্মদপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচন উত্তর গণসংবর্ধনা প্রদান
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধি গণের নির্বাচন উত্তর গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ জুুন রবিবার বিকালে পলাশবাড়ীয়া ইউনিয়নবাসীর আয়োজনে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত প্রথম পর্বে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা প্রদান ও দ্বিতীয় পর্বে ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রতিনিধিদের গণ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান।পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.ডি.গোলজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ ঈদুল শেখ, উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীম হাসান পলির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাঁর স্বামী মোঃ কামরুল হাসান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ৭নং-পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিলন, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবু, পলাশবাড়ীয়া ইউপি'র সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কে এম মোস্তাক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা হাজী ফিরোজ এলাহী মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
(বিএসআর/এএস/জুন ১০, ২০২৪)