মাগুরায় এসডিজি বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি সহযোগিতা ও সমন্বয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ মিলনায়তনে এডাব মাগুরা শাখা এ সেমিনারের আয়োজন করে ।
সেমিনারে এডাব মাগুরা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা: রুমানা রহমান ও জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম।
সেমিনারে জানানো হয়, এসডিজি অর্জনে বাংলাদেশ “সমগ্র সমাজ” পদ্ধতি গ্রহন করেছে। এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবীরসকল দেশের মতো বাংলাদেশও একটি সুখী সমৃদ্ধিশালী দেশে উন্নীত হবে। জাতিসংঘ কতৃক গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এর মূল লক্ষ্য হলো রূপান্তরিতমুখী, ন্যায় ও অধিকার ভিত্তিক এবং অর্ন্তভ’ক্তিমুলক এমন একটি সমাজ প্রতিষ্টা করা যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
সেমিনারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান, প্রতিনিধি, নারীনেত্রী, সমাজসেবক, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন ।
(এমএইচএল/এএস/জুন ০৯, ২০২৪)