মহম্মদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসে আজ শনিবার সকালে ভূমি সেবা সপ্তাহ'র শুভ উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সপ্তাহ ব্যাপী ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উপকারভোগীদের মাঝে খতিয়ান এবং দাখিলার অনলাইন কপি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পলাশ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপকার ভোগীরা, বিভিন্ন ইউনিয়নের কর্মরত ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানান শ্রেণী পেশার শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/জুন ০৮, ২০২৪)