মহম্মদপুরে যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ অনুষ্ঠান
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ করায় কেক কেটে অনুষ্ঠান পালিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কেক কেটে ও মিষ্টি খেয়ে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দৈনিক যায়যায় দিন পত্রিকার স্থানীয় ফ্রেন্ডস ফোরাম এ আয়োজন করে। এ উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস আর এ হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম, অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি বিপ্লব রেজা বিকো, ফোরামের সভাপতি উপাধ্যক্ষ এস এম ইউনুস আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা সম্পাদক সালাহ্ উদদীন আহমেদ মিলটনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রশাসন, প্রতিষ্ঠান প্রধান, ব্যাংক ম্যানেজার, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/জুন ০৬, ২০২৪)