ফুলপুরে মুমূর্ষ রোগীকে রক্ত দিলেন উপজেলা চেয়ারম্যান
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে রওশন আরা (৫৫) নামে একজন মুমূর্ষ রোগীকে রক্ত দান করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব।
ফুলপুর হেল্পলাইন নামক একটি ফেইজবুক গ্রুপে মুমূর্ষ রোগীর জন্য জরুরী ‘বি’ পজেটিভ রক্তের প্রয়োজন, এমন পোস্ট দেখে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রংধনু প্রাইভেট হাসপাতালে ছুটে গিয়ে রোগীকে রক্ত দান করেন উপজেলা চেয়ারম্যান হাবিব। এ ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইজবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। রক্তদানের মত নিঃস্বার্থ মানব কল্যাণমূলক কাজ করায় স্থানীয়ভাবে সর্বমহলের প্রশংসায় ভাসছেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/জুন ০৬, ২০২৪)