চুরি করা মোটরসাইকেল ফেরত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : মোটরসাইকেল চুরি করে গভীর রাতে আবার তা মালিকের বাড়িতে ফেরত দিয়ে নজির সৃষ্টি করেছে এক চোর। তবে অনেক খুঁজেও চোরকে পাওয়া যায়নি। কে বা কারা সেটি চুরি করে এবং কেনই বা ফেরত দেয় এ রহস্যের জট খোলেনি এখনও।
গোটা এলাকায় বিষয়টি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ঘটনাটি ঘটে বুধবার রৌমারী উপজেলার শৌলমারী গ্রামে। জানা গেছে, ১৬ নভেম্বর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজা মিয়া রিপন তার বন্ধুদের নিয়ে রৌমারী বাজারের সিয়াম বাস কাউন্টারে আলোচনা করছিলেন।
এ সময় কে বা কারা বাস কাউন্টারের সামনে থেকে তার ডিসকভার মোটরবাইকটি চুরি করে। দিনভর সেটি বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। কিন্তু বুধবার রাত ২ টার দিকে বাড়ির আঙ্গিনায় গাড়ির শব্দ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে বের হতেই গাড়ি রেখে দুইজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে দেখতে পায় গাড়িটি তারই। তৎক্ষনাত এদিক সেদিক লোকজন নিয়ে হন্যে হয়ে খুঁজেও কাউকে পাওয়া যায়নি।
(আরআইএস/এএস/নভেম্বর ২০, ২০১৪)