বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ ভৌমিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল মাদারীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডল, মাদারীপুর জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান, শ্যামল কান্তি দে, রাজৈর প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, মাদারীপুর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার পোদ্দার, প্রোগ্রাম ম্যানেজার বিএম জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপোর্ট সার্ভিস ও ফিন্যান্স ম্যানেজার, মোহাম্মদ, সাহিবুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল কবীর, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এশিয়ান টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি বিপুল কুমার দাস, দৈনিক যায়যায়দিন পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ আকাশ, দৈনিক ডেল্টা টাইম পত্রিকার সাংবাদিক সুজন হোসেন রিফাত, ৭১ টিভির রাজৈর উপজেলা প্রতিনিধি সজিব ফরাজী, দৈনিক নবচেতনা পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন খান হীরা, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল মাদারীপুর শাখার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সুবিধা ভূগী বৃন্দ সহ আরো অনেকে।

(বিডি/এসপি/জুন ০৫, ২০২৪)