রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার ফরিদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে বুধবার সকাল দশটায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঈদ আনোয়ার উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর ফরিদপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।

এর আগে একটি শোভাযাত্রা ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কবি জসীমউদ্দীন হলে সামনে এসে শেষ হয়।

এসময় প্রধান অথিতি মো. কামরুল আহসান তালুকদার ফরিদপুরের সকল জনগণকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তাছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে ফরিদপুরের বিভিন্ন রাস্তায় লক্ষাধিক লাছ লাগানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রথমবারের মতো পরিবেশ দিবস উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলো।

এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে-‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

(আরআর/এসপি/জুন ০৫, ২০২৪)